1. admin@satyayitanews24.com : admin :

কুনূতে রাতেবা- শায়েখ আবদুর রাজ্জাক বিন ইউসুফ

  • আপডেট সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১৪৩ বার পঠিত

বিতর ছলাতে যেই কুনূত পড়া হয় তার নাম কুনূতে রাতেবা।
হাছান (রাযিঃ) আনহু বলেন, আল্লার নবী আমাকে কিছু শব্দ শিখিয়ে দিয়েছেন যেগুলো আমি বিতরে কুনূতে পড়বো। তিনি আমাকে শিখিয়ে দেন-
আল্লাহুম্মাহদিনী ফীমান হাদাইতা, আল্লাহ্‌ তুমি যাদের হেদায়াত দিয়েছো তাদের মধ্যে আমাকে রাখো। ওয়া তাওয়াল্লানী ফীমান তাওয়াল্লাইতা, আল্লাহ্‌ তুমি যাদের অভিভাবক হয়েছো আমাকে তাদের মধ্যে রাখো। ওয়া বারিকলী ফীমা আতাইতা, তুমি আমাকে যা কিছু দিয়েছো তাতে তুমি বরকত দান কর। ওয়াক্বিনী শাররামা ক্বাদাইতা, যেসব অনিষ্ঠের সিদ্ধান্ত নিতে চাও,নেও, তাতে থেকে আমাকে বাঁচাও। ফাইন্নাকা তাক্ববী ওয়ালা ইউক্ববা আলাইকা, সিদ্ধান্ত তুমি কর,তোমার উপরে কেউ সিদ্ধান্ত নিতে পারে না। ইন্নাহু লাইয়াযিল্লু মাও ওয়ালাইতা, তুমি যার অভিভাবক হও তাকে কেউ অপমান কড়তে পারে না। ওয়া তাবারাকতা রব্বানা ওয়াতা আলাইতা, হে আমাদের প্রতিপালক, তুমি মঙ্গলময়, উঁচু, সর্বশক্তিমান সব ক্ষমতার অধিকারী।

এই দোআ রাসূল (সাঃ) শিখিয়ে দেন কুনূতে রাতেবায় পড়ার জন্য। যা রুকুর আগে, রুকুর পরে পড়া যায়।
নিয়মিত পড়া হবে না। মাঝে মধ্যে বিতর ছলাতে কুনূতে রাতেবা পড়তে হবে পড়া যায়।
– সংগৃহীত ,জুমার খুতবা আবদুর রাজ্জাক বিন ইউসুফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Satyayita News 24
Theme Customized By Shakil IT Park